দীঘিনালার বাবুছড়ায় গাছ কেটে সড়ক অবরোধ, অভিযোগের তীর ইউপিডিএফের দিকে
মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার থেকে কলেজ এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে গাছ কেটে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, ইউপিডিএফের পৃষ্ঠপোষকতায় অবরোধকারীরা এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
স্থানীয় সূত্র জানায়, বড়ধম আনসার ক্যাম্পের সামনে সহ একাধিক স্থানে বিশাল ফলজ আমগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সড়কের উপর ফেলে দেওয়া হয়। এতে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয়রা আরও জানান, ফলের গাছ কেটে ফেলায় একদিকে মানুষ খাদ্য ও পুষ্টির উৎস থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হচ্ছে। শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ডের কারণে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
এদিকে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে অসুস্থ রোগী ও এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।








