নব নির্বাচিত মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে লংগদু পরিবেশক সমিতির সংবর্ধনা
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ পরিচালনা পর্ষদের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে নব নির্বাচিত বাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহজ পরিচালনা পর্ষদকে লংগদু উপজেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
লংগদু উপজেলা পরিবেশক সমিতির সভাপতি বাবু সঞ্জয় কুমার দাস সভাপতি ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জানে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ বাজার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম মেম্বার।
এছাড়াও মাইনীমুখ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ জানে আলম বলেন, সকলের সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পেরেছি এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নবাগত দায়িত্বশীলগণ ব্যবসায়ীদের সঙ্গে মিলে মিশে বাজারের উন্নয়ন করবেন।
সংবর্ধিত অতিথিগণ তাঁদের বক্তব্যে বাজারের উন্নয়ন মূলক কাজে সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা ও অংশ গ্রহণ কামনা করেন।
লংগদু পরিবেশক সমিতির সভাপতি সঞ্জয় কুমার দাস তাঁর বক্তব্যে নবনির্বাচিত মাইনীমুখ বাজার কমিটির নিকট বাজারের উন্নয়নে ও ব্যবসায়িক কার্যক্রম প্রসারে পাহাড়ি জনগোষ্ঠীর অংশ গ্রহণ নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ সহ লংগদু পরিবেশক সমিতি ব্যবসায়িক কার্যক্রমে সহযোগিতা কামনা করেন।
এসময়ে নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ, ক্রেস্ট প্রদান ও মিষ্টিমুখ করানো হয়।








