কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই বাবুল আক্তার (৫৯) নামে একজন খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১০ দিন পর বাবুল আক্তার মারা যায়। এর আগে জমি সংক্রান্ত জেরে ছোট ভাইয়ের সাথে সংঘর্ষ হলে মারাত্মক আহত হন বড় ভাই বাবুল আক্তার। এ ঘটনায় বাবুল আক্তার নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
নিহত পরিবারের সূত্রে জানা যায় গত ২৭ আগষ্ট রাতে ব্যবসায়ীক কাজ শেষে দৌলতপুর উপজেলার মাদিয়া গ্রামে রওনা হওয়ার পথে মাদিয়া বাজারস্থ শহিদুল ইসলামের মুদি দোকানের সামনে পৌছানো মাত্রই জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে নবির উদ্দিন, মজিবর রহমান, আলম আবু বক্করসহ ১০ থেকে ১২ জন তার পথরোধ করে ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানায়ীরা এসে তাকে উদ্ধার দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ১০ দিন পর আজ মারা যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এঘটনায় নিহত ব্যক্তি নিজেই বাদী হয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। তবে তাদেরকে আটক করতে না পারলেও আদালত থেকে জামিনে আছেন বলে তিনি জানান।








