সিরাজগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২,র সদস্যরা। জানা গেছে,সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামের ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে গত রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ র্যাব-১২,র সদস্যরা। এ সময় তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন,
পাবনা জেলার সুজানগর থানার ভবানিপির গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে মোঃ আব্দুল মজিদ মন্ডল(৪৮), পাবনা সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে মোঃ আমিনুল ইসলাম রনি(৪৫) ও দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম রইস এর ছেলে মোঃ রাশেদ রানা (৪২)।গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।








