এনায়েতপুরে অসুস্থ আবু বক্কার সিদ্দিক: ছেলের খোঁজ নেই, পরিবারে নেমেছে দুঃখ-দুর্দশা
ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুর খোকসাবাড়ির বাসিন্দা মো. আবু বক্কার সিদ্দিক দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। একসময় কঠোর পরিশ্রমের মাধ্যমে সংসার চালিয়ে গেলেও বর্তমানে তিনি শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছেন। তার পরিবার এখন অভাব-অনটনের করাল গ্রাসে জর্জরিত।
আবু বক্কার সিদ্দিকের চার কন্যা ও এক পুত্র রয়েছে। সংসারের হাল ধরতে একমাত্র ছেলেকে বিপুল ঋণগ্রস্ত হয়ে লিবিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু বিদেশে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজখবর আর পাওয়া যাচ্ছে না। এতে পরিবারে নেমে এসেছে গভীর দুশ্চিন্তা ও হতাশা।
প্রবাসী ছেলের অনিশ্চিত অবস্থার কারণে পিতা আবু বক্কার সিদ্দিক মানসিকভাবেও ভেঙে পড়েছেন। সম্প্রতি তিনি পিচ্ছিল স্থানে পড়ে কোমরে গুরুতর আঘাত পান। ফলে এখন তিনি শয্যাশায়ী এবং সংসারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করাও পরিবারটির জন্য কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পরিবারটি বর্তমানে মারাত্মক আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। চিকিৎসা খরচ জোগাড় করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় সমাজের দানশীল ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে পরিবারটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।








