কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৮ কোটি টাকার মাদক উদ্ধার
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৮ কোটি টাকার মাদক ও চোরাই পন্য উদ্ধার করেছে। রোববার ভোরে জেলার দৌলতপুর উপজেলার আশ্রয়ন বিওপির ইসলামপুর ত্রিমোহনী নদীর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ১১ হাজার ৫শ’ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করে। এ সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার বিকেলে জেলার ভেড়ামারা উপজেলার বারমাইল হাইওয়ে রাস্তায় নায়েব সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল “পঞ্চগড় থেকে পাথরঘাটাগামী বি আর টি সি পরিবহন অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ’ ৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। ওই রাতে দৌলতপুর উপজেলার কাজিপুর বিওপির সুবেদার শাহাবুদ্দিন হোসেনের নেতৃত্বে কাজিপুর বর্ডারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১শ’ ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৮ কোটি ৬৩ লক্ষ ৬২ হাজার ১শ’ টাকা। তিনি আরও বলেন জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ নকল বিড়ি বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা রয়েছে।








