লালমোহনে জমিজমা বিরোধকে কেন্দ্র করে বাড়ির নির্মাণাধীন পিলার ভাঙচুরের অভিযোগ
ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর বাড়ির নির্মাণাধীন পিলার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮আগস্ট) গভীররাতে লালমোহন পৌরসভার রসুলবাগ ৫নং ওয়ার্ডের এঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ জাকির হোসেন খোকন সাংবাদিকদেরকে জানান,আমার প্রতিবেশী মো: মাহফুজ ঘটনার দিন গভীর রাতে কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমার ক্রয়কৃত জমিতে অনধিকার প্রবেশ করে,আমার জমিতে বাড়ী করার জন্য কয়েকটি পিলার করা হয়েছে। ওই সকল পিলার নষ্ট করে আমার জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে,এতে করে আমার প্রায় একলক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
জাকির হোসেন আরো জানান,গভীর রাতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কারনে আমি ও আমার পরিবার জীবনের অনিরাপত্তায় ভুগছি। আমি আপনাদের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
পরে এঘটনাটি নিয়ে আমি এলাকার গান্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে শনিবার দুপুরের দিকে লালমোহন থানায় হাজির হইয়া অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি।
এবিষয়ে অভিযুক্ত মহফুজের ব্যবহৃাত মোবাইল নাম্বারে একাধিক কল করলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, জাকির হোসেন নামের এক ব্যক্তি এ সংক্রান্ত একটি অভিযোগ করেছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








