র্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি সহ দুই পাচারকারী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাবে-১২,র অভিযানে কষ্টি পাথরের তৈরি মূর্তি সহ দুই জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান,
সিরাজগঞ্জের উল্লাপড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর গ্রামের পলাতক আসামি মিরাজ ফকির এর পূর্ব দুয়ারী টিনের বসত ঘর থেকে গত কাল শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭:১৫ মিনিটে ৩১.৫৪০ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তিসহ দুই জন পাচার কারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন,সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা নওগাঁ (মধ্যপাড়া) গ্রামের আলমাছ আলীর ছেলে
মোঃ শাহিন আলম (৩০)ও শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া) গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৪৫)।সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ আরও জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।








