কমলনগরে সরকারী ১০টাকার ওএমএসের রেশনকার্ড পাচ্ছেন সচ্ছল পরিবার
মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগরে দরিদ্র ও কম আয়ের সরকারী রেশনকার্ড পাচ্ছে সচ্ছল পরিবাররা। এছাড়া জনপ্রতিনিধি, উপজেলা কর্মকর্তা ও বিশিষ্টজনদের সুপারিশে একার্ড অনিয়ম ভাবে বন্টনের অভিযোগ সাহেবেরহাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিলের বিরুদ্ধে।
জানা যায়, প্রথম ধাপে উপজেলায় সাড়ে ৬ হাজার কার্ড বরাদ্ধ হয় । পরের ধাপে প্রায় ৮০০ থেকে ৯০০ কার্ড বরাদ্ধ হয়। ওই বরাদ্ধের বিপরীতে সাহেবেরহাট ইউনিয়ন পায় ৮০টি কার্ড।
স্থানীয়দের অভিযোগ উপজেলার খাদ্যগুদাম ও বিভিন্ন কর্মকর্তাদের সুপারিশে সচ্ছল পরিবারকে কার্ড দেয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এতে সুবিধা বঞ্চিত হয়েছে দরিদ্র ও কম আয়ের মানুষ। তারা আরও জানান, গোপন তদবিরে প্রতিটি কার্ডের বিপরীতে ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নেয়া হয়েছে সচ্ছল কার্ডধারীদের থেকে।
স্থানীয় আবুল খায়েরসহ অসংখ্য ভুক্তভোগীদের একই অভিযোগ।
তারা আরও বলেন, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুটেপুটে খাচ্ছে।
এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা আইসিটি অফিসার মো. শাকিল বলেন, আমরা কিছু নামের কার্ড হাতে রেখেছে। বাকী নাম মেম্বারদের মাধ্যমে যাচাই- বাছাই করে প্রকৃত সুবিধাবঞ্চিত পবিরারের মাঝে কার্ড দিয়েছি। সচ্ছল পরিবারের কাছ থেকে নগদ টাকা নেয়ার বিষয়টি সঠিক নহে বলে। এরকম অভিযোগ পেলে তদন্ত করে কার্ড বাতিল করা হবে তিনি জানান।








