৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে লালমোহনে জামায়াতের গণমিছিল
ইউসুফ আহমেদ, ভোলা প্রতিনিধি :
৩৬ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোলার লালমোহনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসর মাঠ থেকে মিছিলটি বের হয়ে লালমোহন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। এরপর চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা মো. আবদুল হক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলার জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আকতার উল্যাহ, এছাড়া বক্তব্য রাখেন ধলীগৌর নগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউল হক নোমান প্রমুখ।
গণমিছিলে জামায়াতের উপজেলা কর্মপরিষদের সদস্য, ইউনিয়ন আমির, ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি জামায়াতে ইসলামীর উপর জুলুম করেছে। আল্লাহর রহমতে গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দেয়ার জন্য বক্তারা সরকারের কাছে অনুরোধ করেন। যদি জুলাই বিপ্লবের স্বীকৃতি দেয়া না হয় তাহলে জামায়াতে ইসলামি আবারো জুলামের শিকার হতে পারে। কোনো ফ্যাসিস্ট সরকার যেন পূন:রায় ক্ষমতায় আসতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য সরকারের কাছে অনুরোধ করেন বক্তারা।








