বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

মৃত্যুর পরও ধামাচাপা – প্রভাবশালীদের ছত্রছায়ায় ন্যায়বিচার থেকে বঞ্চিত পরিবার

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি

 

রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর মন্ডলপাড়ায় ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে রহস্যজনকভাবে বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে আসাদুজ্জামান (৩৬) নামে এক যুবক। নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রভাবশালী মহলের চাপে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি ২০২৪ দুপুরে আসাদুজ্জামান ওয়াজ মাহফিলে অংশ নিতে যায়। রাত অনুমান ১২টার দিকে অজ্ঞাত ফোন থেকে কল পেয়ে বের হয়ে যায়। পরে মাহিয়ারপুর মুসলিম কবরস্থানের পাশে সুইচ গেট এলাকায় অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। ভোরে জ্ঞান ফিরলে সে কোনরকমে বাড়ি আসে এবং পরিবারের সদস্যদের সব ঘটনা জানায়।

 

এরপর ২৮ জানুয়ারি থেকে আসাদুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হলে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার্ড হয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে জনতা ক্লিনিক ও পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে বিষক্রিয়া উল্লেখ করেন।

 

পরিবারের দাবি, এটি সাজানো হত্যাকাণ্ড। তারা থানায় জিডি এবং অভিযোগ দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে প্রশাসনে প্রভাব খাটাচ্ছে বলেও পরিবারের অভিযোগ।

 

নিহতের বাবা মোঃ মোস্তাফিজার রহমান বলেন,

আমার ছেলের মৃত্যুর বিচার চাই। কিন্তু প্রভাবশালী মহলের কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত।

 

এ ধরনের রহস্যজনক মৃত্যুতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বিচার না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর