কুষ্টিয়ায় মেয়ে হত্যার বিচারের দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে মেয়ে হত্যার বিচারের দাবীতে এক অসহায় মা সংবাদ সম্মেলন করেছে। সোমবার সকালে জেলার মিরপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে একটি রেষ্টুরেন্টে মেয়ে সুমাইয়া আক্তারের হত্যার বিচারের দাবীতে মা শাহিদা খাতুন সংবাদ সম্মেলন করেন। শাহিদা খাতুন ধুবইল গ্রামের প্রবাসী শাহাজুল ইসলামের স্ত্রী। সংবাদ সম্মেলনে শাহিদা খাতুনের পক্ষে তার ছোট মেয়ে সিন্থিয়া খাতুন লিখিত বক্তব্যে বলেন যৌতুক ও শাররীক নির্যাতনে সুমাইয়াকে হত্যা করা হয়েছে। ২০২৩ সালের ৮ জানুয়ারি পারিবারিক ভাবে পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের নবীছদ্দীনের ছেলে আকরাম হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আকরাম হোসেন যৌতুকের দাবিতে সুমাইয়ার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত। গত ২৭ মার্চ তাকে নির্যাতন করে হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। হত্যার পর আকরাম হোসেন মুঠোফোনে রাত ২টায় তার শাশুড়িকে জানাই সুমাইয়া অসুস্থ আপনারা দ্রুত চলে আসেন। সংবাদ পাওয়া মাত্রই শাহিদা খাতুন তার আত্মীয়স্বজনদের নিয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে দেখেন মেয়ে সুমাইয়ার মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এ সময় সুমাইয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহৃ ছিল বলে দাবী করেন। বিষয়টি স্থানীয় থানায় জানালে তারা হত্যা মামলা নিতে অস্বীকৃতি জানায়। ফলে বাধ্য হয়ে কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেটের মিরপুর আমলি আদালতে জামাই আকরাম হোসেন, শশুর নবীছদ্দীন ও শাশুড়ি আফরোজা খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। যার নং মিরপুর জিআর১১২/২৫। তিনি সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন। এ সময়ে সুমাইয়া আক্তারের চাচা রেজু বিশ্বাস, ফুপা তরিকুল ইসলাম, ভাতিজা পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।








