লংগদুতে বাউমক এর উম্মুক্ত নিলাম অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বাউমক) লংগদু উপকেন্দ্রে কাপ্তাই হ্রদের অবৈধভাবে মৎস শিকার ও আহরণে ব্যয়হৃত মালামালে উম্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন (রবিবার) সকাল ১১ টায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বাউমক) লংগদু উপকেন্দ্রর কর্মকর্তা মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে এই উম্মুক্ত নিলাম কার্যক্রম শুরু করা হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন, প্রজনন ও বংশ বিস্তারে প্রতি বছরেই কাপ্তাই হ্রদে তিন মাস লেকে সকল প্রকার মাছ শিকার, আহরণ, পরিবহন ও বিপণন বন্ধ ঘোষণা করেন। চলতি বছরেও এপ্রিল থেকে জুন কাপ্তাই হ্রদে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসময়েও কিছু অসাধু ব্যক্তি মাছ শিকারে জড়িত থাকায় বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৪ টি সাধারণ নৌকা ও ৪ টি ইন্জিন চালিত নৌকা জব্দ করেন।
এসব জব্দকৃত নৌকা সমূহ প্রতি বছরের ন্যায় নিলামে তুলে বিক্রি করে বাউমক, লংগদু উপকেন্দ্র।
বাউমক এর কর্মকর্তা মোঃ আকবর হোসেন জানান, ৪৪টি সাধারণ নৌকা ও ৪টি ইঞ্জিন চালিত নৌকা নিলামে তুলে সন্ধ্যা পর্যন্ত ১৮টি সাধারণ নৌকা নিলাম ডাকের মাধ্যমে ৭৮,২০০/- টাকা ও ১টি ইঞ্জিন চালিত নৌকা ১৯,৫০০/- টাকা সহ মোট ৯৭,৭০০/-(সাতানব্বই হাজার সাতশত) টাকা উম্মুক্ত নিলাম ডাকে বিক্রি করা হয়েছে। অবশিষ্ট নৌকাগুলো পরবর্তীতে নিলামে বিক্রি করে নিলামকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।








