কুষ্টিয়া সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় পিছিয়ে পড়া অসহায় নারীদের দক্ষ করে গড়ে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার মিরপুর উপজেলার আমলায় ‘বন্ধন সংস্থা’র উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশা’র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক আমলা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সিসডা সংস্থার নির্বাহী পরিচালক আহসান হাবীব মানিক, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম, বন্ধন সংস্থার সমন্বয়কারী খাইরুল আলম, উপ-পরিচালক ওবায়দুল্লাহ এবং প্রশিক্ষক শেফালী খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বন্ধন সংস্থা যে মহতী উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। নারীরা এখন নিজের পায়ে দাঁড়াতে আগ্রহী হচ্ছে। যদি ইচ্ছা থাকে, তবে একটি সেলাই মেশিন দিয়েই একটি পরিবারের জীবিকা নির্বাহ সম্ভব।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৮ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।








