শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জে কৃষকের কলিজা শোভা পাচ্ছে ইটভাটায়  ইউপিডিএফ (গনতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি প্রেস ব্রিফিং করে মিথ্যা অপপ্রচার করার অভিযোগ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত  খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ    কুষ্টিয়ায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ দীঘিনালায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াল বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) লংগদু তিনটিলা বনবিহারে ১৫তম অষ্টবিংশতি বুদ্ধপূজা ও মহাসংঘ দান অনুষ্ঠিত রাজশাহীর তানোরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ১শ’ ১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ  সিংড়ায় অবৈধ পুকুর খনন, অভিযানে ৫টি ভেকুর ব্যাটারি জব্দ  খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে সিএইচটি সম্প্রীতি জোটের সৌজন্য সাক্ষাৎ   

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান পুনর্ব্যক্ত করতে সিএইচটি সম্প্রীতি জোটের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার ১৭ জানুয়ারী দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, উসকানিমূলক তৎপরতা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়।

সিএইচটি সম্প্রীতি জোট দ্ব্যর্থহীন ভাষায় জানায়—পার্বত্য চট্টগ্রামে আইনবহির্ভূত সশস্ত্র তৎপরতা, জাতিভিত্তিক বিভাজন ও বিচ্ছিন্নতাবাদী রাজনীতির কোনো স্থান নেই। এসব অপতৎপরতা দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের শান্তি বিনষ্ট করছে এবং সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।

এ সময় জোটের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও কঠোর, দৃঢ় ও আপসহীন ভূমিকা পালনের জোরালো আহ্বান জানানো হয়, যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও উসকানিদাতাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা যায়। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের আপস না করার সুস্পষ্ট দাবি উত্থাপন করা হয়।

পুলিশ সুপার মির্জা সায়েম জানান, খাগড়াছড়ি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সম্পূর্ণ সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আইনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করেন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকল সচেতন মহলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সিএইচটি সম্প্রীতি জোট পুনরায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়—পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, সন্ত্রাস ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণের শক্তিতেই প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিএইচটি সম্প্রীতি জোটের আহবায়ক ইন্জিনিয়ার থোয়াইচিং মং চাক,

মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক পার্বত্য কন্ঠ পত্রিকার সম্পাদক শাহীন আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর