লংগদু তিনটিলা বনবিহারে ১৫তম অষ্টবিংশতি বুদ্ধপূজা ও মহাসংঘ দান অনুষ্ঠিত
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :-
রাঙামাটির লংগদুতে ঐতিহ্যবাহী তিনটিলা বন বিহারের ১৫ তম শুভ অষ্টবিংশতি বুদ্ধপূজা, চুরাশি হাজার প্রদীপ প্রজ্জ্বলন, কল্পতরুদান ও মহাসংঘ দান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে ১৫ তম মহাসংঘ দান উদযাপন কমিটি ও পুণ্যার্থীদের আয়োজনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে ১৫তম শুভ অষ্টবিংশতি বুদ্ধপূজা, মহাসংঘ দান, বুদ্ধমূর্তি দান, ধর্মপূজা, কল্পতরু দান এবং নানাবিধ দানযজ্ঞের আয়োজন করা হয়। এতে হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে বনবিহার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
তিনটিলা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি রকি চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ভৃগু মহাস্থবির ভান্তে এবং ব্রহ্মদত্ত মহাস্থবির ভান্তে।
তিনটিলা বন বিহারের ১৫ তম শুভ অষ্টবিংশতি বুদ্ধপূজা, চুরাশি হাজার প্রদীপ প্রজ্জ্বলন, কল্পতরুদান ও মহাসংঘ দান উপলক্ষে বিশেষ পরিদর্শন করেন ২৯৯ রাঙামাটি পার্বত্য আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময়ে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্যে শ্রদ্ধেয় বনভান্তে বলেন, ‘জীব হত্যা মহাপাপ’। প্রাণী হত্যা থেকে বিরত থাকা, চুরি না করা, ব্যভিচার না করা, মিথ্যা কথা না বলা এবং মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকাই হলো প্রকৃত ধর্মচর্চা ও নির্বাণ লাভের একমাত্র পথ।
এর আগে দুপুরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাভিদ নেওয়াজ।
এসময় তিনি উপস্থিত পূর্ণার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনটিলা বনবিহারের যে কোনো প্রয়োজনে ও এলাকার শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোন সর্বদা পাশে রয়েছে ।
সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনায় চুরাশি হাজার প্রদীপ প্রজ্বলনের এক অপূর্ব দৃশ্যের মধ্য দিয়ে এই ধর্মীয় মহতী উৎসবের পরিসমাপ্তি ঘটে।








