টঙ্গীতে প্রভাবশালী আওয়ামী পরিবারের অবৈধ দখল থেকে মুক্তিযোদ্ধার জমি উদ্ধার
তানজিলা বেগমঃ
টঙ্গীতে ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল পেলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ফলে ফিরে পেলেন নিজের সম্পত্তি।
স্থানীয়রা জানান, ফ্যাসিস্ট সরকারের সময় টঙ্গীর বড় দেওড়া এলাকার এক প্রভাবশালী আওয়ামী পরিবার দলীয় প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিলো। আওয়ামী লীগ সরকারের পতনের ওই পরিবারের প্রভাবশালী ও অত্যাচারি সদস্যরা পালিয়ে যাওয়ায় নির্যাতিত এলাকাবাসী স্বস্থির নি:শ্বাস ফেলেছেন। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আলী আকবর মজুমদার বড় দেওড়া হযরত শাহজালাল রোডে বিগত ১৯৯৬ সালে এক খন্ড জমি কিনে ভোগদখলে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে বিগত ২০১২ সালে তিনি পাশেই আরো একখন্ড জমি কিনেন। কিন্তু ওই জমি ক্রয় করার সময় দালালি বা চাঁদা বাবদ মোটা অঙ্কের টাকা আদায়ে ব্যর্থ হয়ে ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা জয়নাল গং ভূয়া কাগজপত্রমূলে জমির মালিকানা দাবি করে নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিলো। আওয়ামী লীগ নেতা জয়নাল ও তার সহোদর যুবলীগ নেতা সাহিদ এবং নাতি ছাত্রলীগ নেতা রাশেদ ও মেহেদী ওই জমিতে মুক্তিযোদ্ধা আলী আকবর মজুমদার নিজের জমিতে যাতে প্রবেশ করতে না পারেনন সে জন্য জমির সামনে সরকারি রাস্তা দখল করে দীর্ঘ অস্থায়ী মার্কেট তৈরি করেছিলো। টিনের ছাপড়া দিয়ে তৈরি ওই মার্কেট স্থানীয়রা বুধবার (৩০ এপ্রিল) ভেঙ্গে দিলে দীর্ঘ দিন পর মুক্তিযোদ্ধা আলী আকবর তার জমিতে প্রবেশের সুযোগ পান। এসময় আবেগে আপ্লুত হয়ে আলী আকবর চ্যালেঞ্জ করে বলেন ‘আমার জমি সম্পূর্ণ নিষ্কণ্টক।’ শুধুমাত্র আমার কাছ থেকে দালালি ও চাঁদা না পেয়ে দলীয় প্রভাব খাটিয়ে আমাকে জমিতে যেতে বাধা দেয়া হচ্ছিল। উক্ত জমি সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের পিতা ও চাচাদের কাছ থেকে তিনি সরাসরি সাফ কবলা দলিলমূলে ক্রয় করেছিলেন বলে জানান।








