সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১২। গত ১২ জানুয়ারি দুপুরে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মৃত ফটিকের ছেলে।
র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি জানান, ২০২০ সালের একটি মাদক মামলায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।








