খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার স্মরণসভায় শতাধিক আওয়ামীলীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান
মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সদর বাজারের সনাতনী যুব সমাজ ও এলাকাবাসী আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় স্মরণসভা ও বিশেষ প্রার্থনা করা হয়।
গতকাল রোববার রাত ৮ টায় দিকে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এই স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এক পযার্য়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুল দিয়ে লিটন চন্দ্র ভৌমিক এর নেতৃতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। যোগদান কৃতদের মধ্যে লিটন চন্দ্র ভৌমিক, উৎপল শীল
রুপকুমার কর্মকার
অনিক মহাজন, জয়নাল আবেদীন , বিপ্লব শীল,সুমন দেবনাথ, রকি শীল, মানিক দে, শংকর চক্রবর্তী, সুমন দে,বাবলা দে, শালবাগানের পলাশ মল্লিক সহ আরো অনেকেই।
পরে স্মরণসভা ও বিশেষ প্রার্থনায় খাগড়াছড়ি জেলার স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নর নারীরা উপস্থিত হয়ে এই বিশেষ প্রার্থনায় অংশ নেন।
এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
বিশেষ হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু রব রাজা, খাগড়াছড়ি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইন্জিনিয়ার নির্মল দাশ, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে সাধারণ সম্পাদক নির্মল দেব প্রমূখ।








