দীঘিনালায় নবীন হাফেজদের সংবর্ধনা ও এসলাহি মাহফিল অনুষ্ঠিত
মোঃ হাচান আল মামুন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালীতে মানবিক যুব সমাজের উদ্যোগে নবীন হাফেজ সংবর্ধনা ও এসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) মধ্য বোয়ালখালী কেন্দ্রীয় জামিয়া মসজিদ মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এতে মধ্য বোয়ালখালী ও আশ্রম পশ্চিমপাড়া এলাকার নবীন হাফেজদের সম্মাননা প্রদান করা হয়।
মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ ৭ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রতিষ্ঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি অসহায়, হতদরিদ্র ও হতদৃষ্ট মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত দেড় বছরে সংগঠনটির উদ্যোগে হাজারো পরিবার বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছে।
অনুষ্ঠানে মোট ছয়জন নবীন হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন—
হাফিজ রিয়াজ বিন হাফিজ শাহিন আলম,
হাফিজ মুনতাসির তামীর বিন মাওলানা নুরুন্নবী,
হাফিজ আব্দুল্লাহ বিন আযাদ হোসেন,
হাফিজ আব্দুল খালেক বিন বাসেদুর রহমান,
হাফিজ ইয়ার মুহাম্মদ বিন মাওলানা ইসহাক এবং
হাফিজ ফরহাদ বিন বাচ্চু মিয়া।
দীঘিনালা উপজেলায় এই প্রথম নবীন হাফেজদের এমন আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হলো। সম্মাননা পেয়ে নবীন হাফেজরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মানবিক যুব সমাজের সভাপতি হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজাদী বলেন, “এই সংবর্ধনা এলাকার মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের হাফেজ হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। আমরা যদি এলাকার হাফেজদের যথাযথ সম্মান দিতে পারি, তাহলে তারা সমাজে তাদের প্রাপ্য মর্যাদা পাবে।” তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক ধর্মীয় ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।








