খাগড়াছড়িতে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
গতকাল শনিবার (১০জানুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া বাসভবনের হলরুমে এ যোগদানের আয়োজন করা হয়।
এ সময় কয়েকজন জামাত সমর্থকও বিএনপিতে যোগদান করে।যোগদানকৃতদের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভপতি মো. চান মিয়া, সহসভাপতি খলিলুর রহমান, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ ৬১ নেতাকর্মী এবং কয়েকজন জামাত সমর্থক রয়েছেন।
যোগদান করা জাতীয় পার্টি ও জামাত সমর্থকরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুল তোড়া তুলে দেন। পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় সদ্য যোগ দেয়া জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, খাগড়াছড়ির উন্নয়ন ও ধানের শীষের জোয়ার দেখে তারা বিএনপিতে যোদ দিয়েছেন। ভবিষ্যতে তারা ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাসহ সকল কর্মকাণ্ডে অংশ নেবেন এমনটাই তুলে ধরেন।








