জয়পুরহাটে ৩৫০০ শীতার্ত ও দুঃস্থ মানুষের পাশে ২০-বিজিবি
মোঃ মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
শনিবার দুপুরে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী, ক্যাপ্টেন এস এম মোহাম্মদ মেহেদী হাসান সহ বিজিবির কর্মকর্তারা ও সদস্যরা।
এসময় ৩৫০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
প্রধান অতিথি বলেন, সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সীমান্তবর্তী সাধারণ মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখতে তাদের এসব কর্মকান্ড চলমান থাকবে।








