কুষ্টিয়ায় সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা মিঠু আটক
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার দুপুরে জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ গ্রামের নিজ বাড়ি থেকে আক্তারুজ্জামান মিঠুকে আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতায়ন ও বিস্ফোরক মামলায় আটকের পর তাকে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।








