বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে নেটওয়ার্ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন দূর্গম ভোটকেন্দ্র সমূহ পরিদর্শনে ইউএনও  মোহনগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ভুক্তভোগী সংবাদ সম্মেলন রায়গঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু  খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টা নিন্দা ও প্রতিবাদ সিএইচটির খাগড়াছড়িতে সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ এনসিপি নেতার আবেদনে সিংড়া পৌরসভা পেল ৪০ লক্ষ টাকার বরাদ্দ হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ সিংড়ার গ্রাম-গঞ্জে কম্বল বিতরন করছেন ইউএনও  বারবার একই ব্যক্তির প্রশিক্ষণ, বঞ্চিত অভিজ্ঞ সাংবাদিকরা : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্বাচন নিয়ে প্রশ্ন হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি উদ্বোধন

লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে ছিন্নমূল মানুষের দুর্ভোগ মেঘনা উপকূলে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) থেকে

তীব্র শীত ও ঘনকুয়াশায় মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুদিন ধরে কনকনে শীতের সঙ্গে হিমেল হাওয়া বইতে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার মেঘনা তীরবর্তী এলাকার বাসিন্দারা।

শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন কাটছে তাদের। হাঁড়কাপানো এ শীতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নদীভাঙনের কবলে পড়ে বিভিন্ন বেড়িবাঁধের ওপর আশ্রিত ছিন্নমূল মানুষেরা।

জানা গেছে, গত শনিবার থেকে উপজেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন, চরলরেন্স, চরকাদিরা, চরজাঙ্গালীয়া, চরমার্টিন ও পাটারীরহাটসহ বিভিন্ন এলাকার নদীভাঙা অসহায় মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। হাঁড়কাপানো শীতে হাটবাজার ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে। শীতে কাবু হয়ে শ্রমজীবী মানুষেরা কাজে যেতে না পেরে অতিকষ্টে দিনাতিপাত করছেন। তবুও এখন পর্যন্ত সরকারি-বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে উপজেলার কোথায়ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। যে কারণে, সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।

এদিকে, শীতের তীব্রতার কারণে উপজেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষের ঘরে ঘরে সর্দি, জ্বর ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত নানান রোগের প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগে শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছেন। ওইসব রোগে আক্রান্তরা স্থানীয় কমিউনিটি ক্লিনিক, স্বস্থ্য কমপ্লেক্স, ফের্মেসি ও হাসপাতালে ভিড় করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ও বৃদ্ধ শ্রেণির রোগীদের সংখ্যা বেড়ে গেছে। এতে করে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

উপজেলার চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা দিনমজুর ইয়াসিন  হোসেন জানান, হাঁড়কাপানো শীতের কারণে দুইদিন ধরে কাজে যেতে পারছেন না। এতে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। টাকার অভাবে শীতবস্ত্রও কিনতে পারছেন না।

মেঘনা তীরের বাসিন্দা গৃহবধূ নাছিমা আক্তার ভাষ্য, এ তীব্র শীতের সময়ে সরকারি সাহায্য পেলে আমাদের জন্য অনেক উপকার হতো। এদিকে রামগতি উপজেলা মেঘনা উপকূলে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন একেই অবস্থা দেখা যাচ্ছে।

কমলনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস জানান, উপজেলার নয়টি ইউনিয়নের জন্য শীতবস্ত্র হিসেবে এক হাজার পিস কম্বল বরাদ্দ পাওয়া গেছে। শীঘ্রই এগুলো ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর