শাজাহানপুর উপজেলা বিএনপির নির্বাচনী যৌথ সভা অনুষ্ঠিত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে উপজেলা বিএনপি উদ্যোগে উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ,তাঁতি দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে নির্বাচনী যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মাঝিড়ায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, ইদ্রিস আলী সাকিদার, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খরনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক আবুল বাশার, মাদলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বকুল, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান রাজা, গোহাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাদশা আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আশেকপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর, যুগ্ন আহবায়ক রেজাউল করিম রেজা, যুগ্ন আহবায়ক আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, উপজেলা মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, সংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








