কমলনগরে মাছের আড়তদারের উপর হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বাদীনির সংবাদ সম্মেলন
মোখলেছুর রহমান ধনু
রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে এক মাছের আড়তদারের উপর সন্ত্রাসী কায়দা হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার চরফলকন পাটারীরহাট এলাকায় এমন ঘটনা ঘটেছে। বাদীর সংবাদ সম্মেলন ও সৃষ্ট ঘটনায় প্রতিকার চেয়ে বিজ্ঞবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কমলনগর লক্ষ্মীপুরের ব্যবসায়ীর স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগসূত্রে জানা যায়, মামলার ফরিয়াদিনী একজন সরল বিশ্বাসের লোক । তার স্বামী উপজেলার হাজিরহাট বাজারের বিশিষ্ট মৎস্য আড়ত ব্যবসায়ী ফারুক পলোয়ানে ছেলে মো. আরিফ। তিনি দীর্ঘদিন আমার শশুরের মাছের গদিতে ব্যবসা পরিচালনা করে আসছেন। আমার স্বামী আমাদের বাড়িতে থাকার সুবাদে উল্লেখিত আসামীগণ মামলার প্রথম স্বাক্ষী আমার স্বামীর কাছে ওই এলাকায় যেতে হলে তিন লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আসামীদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে তার ব্যবসায়িকসহ ব্যক্তিগত ইমেজ হয়রানিসহ নষ্ট করবে। ঘটনার দিন উল্লেখিত আসামীগণ তাকে রাতে এক পেয়ে প্রাণে মেরে ফেলার উদ্যেশ্যে হাতুড়িসহ বিভিন্ন মারার সরঞ্জাম দিয়ে গলা ও শরীলের বিভিন্ন রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে স্ত্রীসহ এলাকাবাসীর সহযোগিতায় ভুক্তভোগী আরিফ প্রাণে হত্যা থেকে বেঁচে গিয়ে আইনের আশ্রয় নেয়। এছাড়া আসামীগণ দলবল নিয়ে তার জামার পকেটে থাকা নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীরা জানান, এঘটনার পেছনে তাদের রাজনৈতিক লোকের ছত্রছায়া থাকায় এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে আসামীগ জিয়াউর রহমান ও শরীফের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি।








