সুনামগঞ্জ ২ নাছির,৪ নুরুল বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ ৪ আসনে অ্যাড. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ ২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহম্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
এসময় তিনি বলেন,আপনারা জানেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগে ২৩৭ টি আসনে আমরা দলীয় প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। বাকীগুলো পরে ঘোষণা করবো।
এই ঘোষণা পর সুনামগঞ্জের দুটি আসলে দুই জন বিএনপি মনোনয়ন প্রাপ্ত্যদের নেতা কর্মী ও সমর্থকগনের মধ্যে আনন্দের জোয়ার বইছে। দুই জনকে মনোনীত করার দলের শীর্ষ নেতৃত্বের প্রতি সাদুবাদ জানায়।
নেতা কর্মী সমর্থক গন জানান,সকল পরিবর্তন ও পরিমার্জন এর সমাপ্তি ঘোষণা করা হলো। আশা করি সকল দ্বিধা, দ্বন্দ্ব ও সংশয় কাটিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি রেকর্ড পরিমাণ ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।








