খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়মাইল যুব সংঘের দোয়া মাহফিল
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়া শাজাহানপুরে নয়মাইল যুব সংঘের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নয়মাইল হাট কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, আমরুল ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, বিএনপি নেতা বাদশা সরকার, মোহসিন আলী, রেজাউল মোস্তফা ফরহাদ, শাহাদাৎ হোসেন, শফিকুল ইসলাম শফিক, তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, আইয়ুব আলী, মোকছেদ মানিক, ফরহাদ রানা তোরাব, শহিদুল ইসলাম, আজিজুল হক, আশিকুর রহমান, নয়মাইল যুব সংঘের সভাপতি মোঃ আব্দুল মমিন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগাঠনিক আব্দুল মোতালেব সহ সংগঠনের সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








