ধর্মপাশায় বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বাউল আবুলের ফাঁসির দাবিতে ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদ ও তাওহিদী জনতার ব্যানারে আয়োজিত বিজয় ২৪ চত্বর হইতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে ধর্মপাশা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুখ্যাত বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ তায়ালা ও পবিত্র কুরআনুল কারিমের অবমাননার প্রতিবাদে আজ ১ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সম্মিলিত উলামা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান মজুমদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নুরে মাদীনা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, পাছাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুর রহমান, ধর্মপাশা গ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবুল বাশার, ধর্মপাশা জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম মুফতী জুবায়ের আলম,বাদশাগজ্ঞ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি মহমীন ও মুফতি মোল্লা মাহমুদ প্রমুখ।








