পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হলেন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান
মো:মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন যাবত কাজ করা সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া বিরোধ নিরসনের জন্য চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির কে দায়িত্ব প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সভাপতি ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া।

এর আগে গত ২১ নভেম্বর ২০২৫ ইং তারিখ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মুজিবর রহমানকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দ্বায়ে সংগঠন থেকে বহিষ্কার করেন ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া।
স্বাক্ষরিত চিঠিতে তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনিরুজ্জামান দায়িত্ব পালন করবেন এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য সকল পথ পদবী বহাল থাকবে।
তিনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ও অঙ্গ সংগঠন এর সকল সদস্যবৃন্দকে একনিষ্ঠভাবে নিপীড়িত নির্যাতিত অধিকারহারা পার্বত্যবাসীর সাংবিধানিক অধিকার আদায়ের কাজ করার আহ্বান জানিয়েছেন।
পিসিএনপির মহাসচিব আলমগীর কবির বলেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির পার্বত্য চট্টগ্রামের একজন জনপ্রিয় ব্যাক্তি। তিনি সুদীর্ঘকাল থেকে পাহাড়ের নাগরিকদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য কাজ করে আসছেন। তিনি এ বয়সেও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে পিসিএনপি ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন।








