শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের সমাপনী খেলা অনুষ্ঠিত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অত্র ক্লাবের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি প্রথম শ্রেণীর ঠিকাদার বাদশা সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন(বাফা) বগুড়া জেলার সাধারণ সম্পাদক, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, প্রথম শ্রেণীর ঠিকাদার ও নগর -আমরুল প্রভাতী ক্লাবের সভাপতি আমিনুর রহমান জোয়ার্দার, উপজেলা বিএনপির সহ সম্পাদক এম আর মানিক।
আয়োজক কমিটির সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি কে এম রহমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীনুর রহমান, সহ ক্রীড়া সম্পাদক সোহেল, আব্দুর রাজ্জাক, মমিন, পারভেজ, নজরুল, সজিব, মুজাহিদ সহ মাড়িয়া যুব কল্যাণ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় ফুলকোর্ট নিউ স্টার ক্লাবকে ট্রাইবেকারে ১-০ গোলে হারিয়ে শেরপুর উপজেলার কানুপুর সোস্যাল স্টার ক্লাব বিজয়ী হয়। জননন্দিত এই খেলায় স্থানীয় এলাকার ফুটবল প্রেমী দর্শকের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।








