শাজাহানপুরে সরকারিভাবে ইজারা নেয়া বালু পরিবহনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নের শেলধুকরী গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বাঙালি নদী খননের বালু অবৈধভাবে বিক্রি বন্ধ, সরকার প্রদত্ত নিলামের ৪নং শর্ত বাস্তবায়ন করে জনগণের ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা এবং ৯নং শর্ত অনুযায়ী মাটি বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার আমরুল ইউনিয়নের শেলধুকরী পশ্চিম পাড়াস্থ নিউ জেনারেশন শিক্ষা একাডেমী সংলগ্ন রাস্তায় শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে অত্র ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, সরকারি ভাবে উত্তোলন করা বালু নিলামে কিনে নিয়ে যত্রতত্র বহন করতে গিয়ে সরকারের শর্ত ভঙ্গ করায় জনগণের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে। স্থানীয় এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের রাতের ঘুম হারাম করে তুলেছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক শিশু ও বয়স্কদের নানা রোগব্যাধি বৃদ্ধি পেয়েছে। রাস্তার পাশে যাদের বাড়ি তাদের ঘরের আসবাবপত্র ধূলাবালিতে বেষ্টিত হয়ে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া সম্ভব হয় না। এমনকি এতে করে অনেকের মৃত্যুর ঝুঁকিও থাকে। অথচ তারা সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করেই এভাবেই চালিয়ে যাচ্ছে বালু বিক্রির মহোৎসব। এসবের থেকে আমরা মুক্তি দাবি করছি।
এবিষয়ে বালু মহাল ইজারা গ্রহিতা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মাসুদুজ্জামান মাসুদ জানান, বালু পরিবহন করতে গিয়ে এলাকার কিছু কিছু স্থানে রাস্তা নষ্ট হওয়ার অবস্থা দেখে সেসব স্থানে দ্রুত মেরামত করে দেয়া হয়েছে। এখনো যেসব জায়গায় রাস্তা নষ্টের উপক্রম হতে দেখা যাচ্ছে সেগুলো সাথে সাথে মেরামত কাজ অব্যাহত রাখা হয়েছে। যাতে করে এলাকার মানুষের চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, স্থানীয় এলাকার সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বালু মহাল ইজারাদার নেয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের সবাইকে অবগত করা হয়েছে। সেই সাথে জেলা প্রশাসকের নির্দেশে বালু পরিবহন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।








