মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার বিকাল পাঁচটার দিকে টেংগাপাড়া এলাকার ডাকবাংলো রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. রনি (৪০), মো. জামাল ও তার ভাই সোহেল সিদ্দিক (৩৮)।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ওই তিনজনের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।








