ধর্মপাশায় ধানের শীষের প্রার্থীর আনিসুল হকের পক্ষে বিএনপি ঐক্যবদ্ধ
মো: ইমাম হোসেন
হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের পক্ষে দলীয় সকল কোন্দল ভুলে জেলার ধর্মপাশা উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ব্যাপারে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের পক্ষে সকলেই ঐক্যবদ্ধ হন। সভা শেষে এ আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খানের নেতৃত্বে দলীয় সকল কোন্দল ভুলে এক্যবদ্ধভাবে সকলেই ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। পরে মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় মিছিলটি দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এসএম রহমত, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্ত, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাজী মাজাহারুল হক, বিআরডিবির সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য আফসার আলম চন্দন পীর, আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর আলম হাদিস, রতন আশরাফ, সালাউদ্দিন মাহাতাব, আব্দুল মতিন মীর্জা, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মাদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ মোর্শেদ খোকন, যুগ্ন আহবায়ক প্রভাষক হারুন ওর রশীদ, ধর্মপাশা সদর বিএনপির আহবায়ক মো: নয়ন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারি,
ধর্মপাশা উপজেলার কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারন সম্পাদক কবীর মজুমদার, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম হাবিবুল্লাহসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজনীতিতে প্রতিযোগীতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা নয়। তাই আমরা আজ দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে আজ থেকে আমরা সকলেই ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। আর ঐক্যবদ্ধ থেকেই আমরা আমাদের দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হককে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করা হবে বলে সকলেই অঙ্গীকারবদ্ধ থাকবেন বলেও জানান বক্তারা।








