রায়গঞ্জে প্রাণিসম্পদ অফিসে মেলা অনুষ্ঠিত
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয় চত্বর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে মেলা উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ ৩ এর বিএনপি’র মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শামছুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো মোঃ মোশারফ হোসেন আকন্দ, উপজেলা মৎস্য কর্মকতা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মেহেদী হাসানসহ প্রশাসনিক কর্মকর্তারা।
মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিদের অংশগ্রহণে মোট ৩০টি স্টলে দেশি-বিদেশি জাতের ষাড়,গাভী, মহিষ, ভেড়া, ছাগল, গাড়ল, হাঁস-মুরগি,বিড়াল ও কবুতরসহ নানা প্রজাতির পশুপাখি প্রদর্শিত হয়।
খামারি আব্দুস ছালাম বলেন, এ ধরনের আয়োজন খামারিদের উৎসাহিত করে এবং পশুপালনে নতুন নতুন জ্ঞান লাভ করা যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগ্রহীদের জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পরে তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেলাকে ঘিরে খামারি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।








