নবাবগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনী-২৫ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এবং “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্ত্তী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ হোসেন আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মোফাকখারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোর মাধ্যমে দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক পশুপালন প্রযুক্তি, খামার ব্যবস্থাপনা, দুগ্ধ ও ডেইরি উন্নয়ন বিষয়ক নানা তথ্য-উপাত্ত প্রদর্শন করা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীতে স্থানীয় কৃষক, খামার মালিক, ভ্রাম্যমান পশু চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অতিরিক্ত আমিষ উৎপাদন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, টিকার গুরুত্ব ও প্রাণিসম্পদ সম্পদ বৃদ্ধিতে সরকারের চলমান উদ্যোগ সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা স্টল পুরস্কার এবং সনদপত্র বিতরণ করা হয়।








