শিশু-কিশোরদের লেখা পড়া খেলা-ধুলায় উৎসাহ দিতে হবে -ক্যাপ্টেন আল জাকারিয়া জন
মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রত্যান্ত পাহাড়ি অঞ্চল করল্যাছড়িতে বিঝু, সাংগ্রাই, বৈস্য, বিষু, বিহু উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল তিনটায় উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয় মাঠে বিঝু, সাংগ্রাই, বৈস্য, বিষু, বিহু উদযাপন উপলক্ষে করল্যাছড়ি যুব সংঘ বনাম দজরপাড়া একাদশের মধ্যকার ফাইনাল খেলার পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে লংগদু জোনের ক্যাপ্টেন আল জাকারিয়া জন বলেন, শিশু-কিশোরদের লেখা পড়ার খেলা-ধুলায় উৎসাহ দিতে হবে। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলা ধুলার কোন বিকল্প নেই। যুব সমাজকে অনৈতিক কর্মকান্ড বিরত রাখতে খেলাধূলার আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে।
করল্যাছড়ি যুব সংঘ ক্লাব ও এলাকাবাসী আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ১নং আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা। উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়নের ইউপি সদস্যা, মৌজা কার্বারী ও নারী উদ্যোক্তা চম্পা চাকমা সহ বিভিন্ন মৌজা হেডম্যান, শিক্ষক ও জনপ্রতিনিধি সহ এলাকার হাজারো নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ, পাহাড়ি- বাঙালী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
করল্যাছড়ি যুব সংঘ ও এলাকাবাসীর আয়োজনে উক্ত ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে। অতিরিক্ত সময়ে খেলা মাঠে গড়ায়। অতিরিক্ত সময়ের খেলায় করল্যাছড়ি ন একাদশ ৭ মিনিটের মাথায় খগেস খীসার দূরন্ত শর্টে ৩-২ গোলে এগিয়ে যায়। ফলে দজরপাড়া একাদশকে ৩-২ গোলে হারিয়ে জশ নিশ্চিত করে করল্যাছড়ি যুব সংঘ ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন এবং লংগদু জোনের পক্ষ হতে উভয় দলকে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি ।








