চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ
এম হেলাল উদ্দিন নিরব
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী’র নেতৃত্বে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গনসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ডে) গণজমায়েত হয়ে এক গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
দোহাজারী পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে গণ-মিছিলটি রেলওয়ে মাঠ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি সাবেক সদস্য সচিব বাবু খান,যুগ্ম আহবায়ক মো: ফয়েজ,যুগ্ম আহবায়ক আমির হোসেন,যুবদল নেতা মীর হোসেন,মো: হাকিম, আব্দুল মোমেন, যুবদল নেতা ফরিদুল আলম।
এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগনকে উদ্ভুদ্ধ করেন তিনি। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার রাজনীতিতে কোনো পদ-পদবীর আকাঙ্ক্ষা নেই; এটি একটি সামাজিক দায়বদ্ধতা। মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারাটাই আমার রাজনীতির লক্ষ্য।
তিনি আরো বলেন, “আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানেও রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি দৃঢ়ভাবে থাকব। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মজবুত ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ধানের শীষ প্রতীকে দল যাকে মনোনয়ন দিবে তার সাথে সকল নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।








