জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে আফতাবের কর্মসূচি
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় শতাধিক ডিলার ও খামারীদের নিয়ে “আফতাব রিজিওনাল মিট” শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এর আয়োজনে রোববার (২৩ নভেম্বর) বগুড়াস্থ হোটেল সিয়েস্তায় দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠান করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের নিবেদিতপ্রাণ ডিলার ও খামারিদের জন্য গুণগত ও মানসম্মত ফিড নিশ্চিত করা যা একই সাথে এন্টিবায়োটিক এবং হরমোনমুক্ত নিরাপদ ফিড।
এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান।
এসময় স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরএসএম আব্দুস শাকুর।
এই কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে আফতাব ফিড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো: মেহেবুবুল ইসলাম, নিউট্রিশনিস্ট আবু সাইদ আকাশ, লিটন হোসেন (ন্যাশনাল সেলস কো-অর্ডিনেটর) সহ রাজশাহী সেলস টীম।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ৫০ জন ডিলার, ৩০ জন মৎস্য খামারী ও ৩০ জন ফার্ম খামারিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।








