বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

ধর্মপাশায় ইজারাদার ও তার লোকজনকে মারধরসহ মাছ লুটের ঘটনায় থানায় মামলা

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশায় একটি সরকারি ইজারাদকৃত জলমহালের ইজারাদারসহ তার লোকজনকে মারধর করে প্রায় ৪ লাখ টাকার মাছ লুটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারশিপুর গ্রামের আয়ুব আলী (৪৫) বাদি হয়ে একই গ্রামের বাসিন্দা ও জয়শ্রী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, তার দুই ছেলে জাহাঙ্গীর ও আলমগীরসহ ৫ জনকে আসামি করে ধর্মপাশা থানায় এ মামলাটি দায়ের করেছেন।

এর আগে গত সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে পাশের জামালগঞ্জ থানাধীন সুন্দরপুর-কারালজান নামক জলমহাল থেকে একটি ট্রলার যোগে মাছ নিয়ে জয়শ্রী বাজার মাছঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় জয়শ্রী ইউনিয়নের রাজনা ভিটা সংলগ্ন সোমেশ্বরী নদীতে মাছ বোঝাই ওই ট্রলারটি আটকিয়ে লোকজনদেরকে মারধর করে এ মাছ লুটের ঘটনাটি ঘটায়।

মামলার বিবরণ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের বানারশিপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের (৫০) সাথে একই গ্রামের মৃত আব্বাস আলী তালুকদারের ছেলে ও ওয়ার্ড বিএনপির সদস্য এসরাক তালুকদারের জলমহালসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে গত সোমবার রাত ৮টার দিকে এসরাক তালুকদার তার ইজারাকৃত সুন্দরপুর-কারইলজান জলমহাল থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির আহরণকৃত প্রায় ৪ লাখ টাকার মাছ একটি ট্রলারে বোঝাই করে জয়শ্রী বাজার মাছঘাটের উদ্দেশ্যে রওনা দেন। এসময় পথে সোমেশ্বরী নদীর তীরে রাজনা ভিটা নামক স্থানে আব্দুল জব্বারের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আগে থেকেই ওঁত পেতে থাকেন। পরে ইজারাদার এসরাক তালুকদারের মাছ বোঝাই ওই নৌকাটি সেখানে আসা মাত্রই প্রতিপক্ষের আব্দুল জব্বারসহ তার লোকজন ট্রলারটি আটকিয়ে ইজারাদার এসরাক তালুকদারসহ তার ট্রলারে থাকা লোকজনদের ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে তারা ইজারাদারের সাথে থাকা নগদ ১ লাখ টাকা ও ট্রলারে থাকা প্রায় ৪ লাখ টাকার মাছ লুট করে তারা নিজেদের অন্য একটি ট্রলারে করে নিয়ে যায়। পরে তাদের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গুরুতর আহতাবস্থায় সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তী করেন। পরে সেখানে ইজারাদার এসরাক তালুকদারের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

পরে এঘটনায় বৃহস্পতিবার রাতে আহত ইজারাদার এসরাক তালুকদারের ছোটভাই আয়ুব আলী বাদি হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এ ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিঘ্রই আসামিদেরকে গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর