তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠানের পুকুর দখলচেষ্টার প্রতিবাদে হিন্দু-মুসলিমদের সম্মিলিত মানববন্ধন
সাইদুল ইসলাম আবির
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে মসজিদ, মন্দির ও মাদ্রাসার নামে লিজ নেওয়া সরকারি পুকুর জোরপূর্বক দখলের চেষ্টার বিরুদ্ধে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কাঁটাগাড়ী বাজার জামে মসজিদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উষাইকোল গ্রামের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহণকারী আয়োজকদের অভিযোগ, উষাইকোল গ্রামের আশুতোষ স্যানাল এবং তার সহযোগী গজেন্দ্রনাথ মাহাতোসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নামে লিজকৃত পুকুরগুলো দখলের চেষ্টা করে আসছে। অভিযোগ অনুযায়ী, তারা ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে সরকারি পুকুরগুলো নিজেদের নামে লিখে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা এলাকার সামাজিক সম্প্রীতি নষ্ট করছে।
মো. সবুজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে গ্রামের দীর্ঘদিনের হিন্দু-মুসলিম সম্প্রীতির কথা তুলে ধরেন এবং এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টার তীব্র নিন্দা জানান।সাবেক ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “উষাইকোল গ্রামে আমরা হিন্দু ও মুসলিমরা যুগ যুগ ধরে ভাই ভাইয়ের মতো বসবাস করে আসছি। কিন্তু আশুতোষ স্যানালের এই লোভী কার্যকলাপ আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানে ফাটল ধরানোর চেষ্টা করছে।স্বপন কুমার সিং তার বক্তব্যে বলেন, “এই পুকুরগুলো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আয়ের অন্যতম উৎস। এটি দখল হয়ে গেলে প্রতিষ্ঠানগুলো চালানো কঠিন হয়ে পড়বে।অন্যান্য বক্তারা, যেমন মো. জাফর হোসেন, অবিলম্বে এই দখলচেষ্টা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বড় ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে।মানববন্ধন থেকে দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নামে লিজকৃত পুকুরগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।








