শাজাহানপুরে প্রতারণা মামলায় মসজিদের ইমাম গ্রেফতার
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলা আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার আবু বক্কর সিদ্দিককে প্রতারণা মামলায় শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ি পুলিশ গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানিয়েছেন, সি আর ২৬১৩/২৫, সি আর ২৬১৪/২৫ সহ মোট ৪টি মামলার ওয়ারেন্টের আসামি আবু বক্কর সিদ্দিককে গত বৃহস্পতিবার উপজেলার বনানী বাজার এলাকা থেকে শাজাহানপুর থানার কৈগাড়ি ফাঁড়ির এএসআই মাসুদ রানা গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোং লিঃ (সাংগঠনিক অফিস বি-ব্লক) এর এজিএম একটি অর্থ প্রতারণা মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এস,আই মুস্তাফিজুর রহমান দুলাল। তিনি জানান, আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








