শাজাহানপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় সংহতি দিবস পালিত
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
দিনটি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি র্যালী দলীয় কার্যালয় থেকে ঢাকা বগুড়া অতিক্রম করে মাঝিরা বন্দরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল হাকিম মন্ডল। সমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি সহ-সভাপতি ইদ্রিস আলী সাকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, রেজাউল করিম রেজা, ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা বেলাল হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন মহিলা দলের সভানেত্রী কহিনুর আক্তার এবং নয়টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহ সহস্রাধিক নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক ও জনগণের মিলিত শক্তিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছিল। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।








