মাদারগঞ্জে সড়ক ও সেতু নির্মানের দাবিতে মানববন্ধন
ফিরোজ শাহ,জামালপুর
জামালপুর মাদারগঞ্জে সড়ক ও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকবাসী।শুক্রবার (৭ নভেম্বর ) সকালে উপজেলার জুনাইল বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান,মাদারগঞ্জ জোনাইল বাজার সড়ক হতে মোসলেমাবাদ পর্যন্ত সড়ক ও ভুরভুরা বিলের উপর একটি সেতু না থাকায় প্রায় পাঁচ গ্রামের মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও করুণ হয়ে ওঠে। সড়ক না থাকায় কৃষকের উৎপাদিত ফসল বিক্রি করতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা, তারা পন্যের ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। স্কুল কলেজের শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি দ্রুত সময়ের মধ্যে সড়ক ও সেতু নির্মাণ করে এলাকবাসী যোগাযোগ ব্যবস্থা সুগম করে দিবে সংশ্লিষ্ট কর্তপক্ষ।








