বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার বিপক্ষের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবেঃ আবুল বাশার
নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার বলেছেন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এই আসনে ধানের শীষের বিকল্প কিছু নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমাদের সবার প্রিয় বগুড়ার মাটি ও মানুষের প্রিয় নেত্রী বার বার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। তাই বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার বিপক্ষে যেসব প্রার্থী থাকবে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আমরা শাজাহানপুর ও গাবতলী উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে নিতে সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছি। আগামী নির্বাচনে বিপুল ভোটে আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
এদিকে গত (৩ নভেম্বর) সোমবার কেন্দ্রীয় ভাবে বিএনপি’র ধানের শীষ প্রতীকের ২৩৭ আসনের প্রার্থী নির্বাচন করা হয়েছে। এর মধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়াকে মনোনীত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার আনাচে কানাচে বিএনপির নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছে। ৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার নয় মাইল বন্দরে গণসংযোগ চলাকালে বিএনপি নেতা আবুল বাশার উপরোক্ত কথাগুলো বলেছেন।
তিনি আরও বলেন, শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি করা হয়েছে তা আমাদের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলতে থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দিতে বিগত সময়ে আমরা পুরো উপজেলায় সকল ধর্ম বর্ণের মানুষের পাশে দাঁড়িয়েছি। তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাচ্ছি।
গণসংযোগ চলাকালে আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ মোহসিন আলী, সাবেক যুগ্ন আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ আহসান হাবিব, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: আজিজুল হক, স্বেচ্ছাসেবক দল নেতা মো: ওহিদুজ্জামান মুরাদ, মোঃ আল আমিন, দেলোয়ার হোসেন খাদেম, ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক, রবিউল, মমিন, আল আমিন, বাবু সহ বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








