কুষ্টিয়ায় বিএনপি নেতার পথসভা ও লিফলেট বিতরণ
রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা প্রফেসর ডঃ সাইফুল ইসলাম এ লিফলেট বিতরণ করেন। পরে তিনি পোড়াদহ বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ সাইফুল ইসলাম বলেন,
জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাই কোন অবস্থাতেই নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না। বিএনপি’র ঘোষিত ৩১ দফা ন্যায়ভিত্তিক, গণতন্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দিকনির্দেশনা। তারেক রহমান এই রূপরেখার মাধ্যমে জনগণের মালিকানা পুণঃপ্রতিষ্ঠার রোডম্যাপ দিয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে। এ সময়ে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মোকারমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আলম দুলাল, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. বুলবুল আবু সাইদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।








