সিরাজগঞ্জে ৪ মাদক কারবারি আটক
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে এনায়েতপুর বেড়ীবাধ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চর কাপনা গ্রামের মোঃ রইচ উদ্দিনের ছেলে মোঃ শাহজাহান আলী (৪৫), কুড়িগ্রাম সদর থানার অষ্টোআশিরচর গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ শহর আলী (৩২), একই থানার ভগবতীপুর গ্রামের মৃত হাচেন মিস্ত্রির ছেলে মোঃ আঃ মালেক (৫৬) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার তেবাড়িয়া চর গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের ছেলে মোঃ মোজাম্মেল সরকার (৬০)।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।








