কচাকাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তারকে ব্যাচ-২০০০ কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নূর-ই-আলম সিদ্দিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শবিবার(২৫ অক্টোবর) জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা অন্তর্গত কেদার ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ক্ষতিগ্রস্ত আবদুস সাত্তারকে এসএসসি ব্যাচ- ২০০০’র পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় ব্যাচ- ২০০০’র পক্ষে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার যুগ্ম পরিচালক-নুর ইসলাম,ব্যাচ-২০০০’র সভাপতি ও কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফিজুল মন্ডল, সহ-সভাপতি ও কচাকাটা প্রেসক্লাবের সভাপতি-রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক- ফখরুল ইসলাম,কোষাধ্যক্ষ -আলাউদ্দিন আল আজাদ (বাবু),সাংগঠনিক সম্পাদক -গোলাম মোস্তফা কামাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- শাজাহান আলী খোকন প্রমূখ।








