বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

মাধবপুরে দুই দশক ধরে কলম ও রাজনীতিতে সমান সাহসী আলাউদ্দিন আল রনি মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন হবিগঞ্জের মাধবপুরের আলাউদ্দিন আল রনি। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন এই সাংবাদিক একাধিকবার হামলা, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তবুও কলম ছেড়ে দেননি তিনি। প্রতিটি প্রতিকূল সময়েই আরও দৃঢ় হয়েছেন নিজের পেশা ও আদর্শের প্রতি। আলাউদ্দিন আল রনি মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি স্থানীয় একাধিক দৈনিকসহ জাতীয় দৈনিক যায়যায় দিন এবং দৈনিক আমার দেশ পত্রিকায় দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন ও দুর্নীতিবিরোধী লেখাগুলো বহুবার স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলের চোখে কাঁটার মতো হয়ে ওঠে। মিথ্যা মামলা ও হয়রানির শিকার: রনি জানান, আওয়ামী লীগের আমলে তাঁকে একাধিকবার রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। কখনো দলীয় কর্মীদের হামলার মুখে পড়েছেন, কখনো পুলিশি হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, “সত্য লিখলে কেউ না কেউ রেগে যায়। কিন্তু আমি জানি—সত্য লেখা আমার পেশাগত দায়িত্ব।” রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা: সাংবাদিকতার পাশাপাশি আলাউদ্দিন আল রনি বর্তমানে মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি সৎ, স্পষ্টভাষী ও নির্ভীক নেতা হিসেবে পরিচিত। এছাড়া সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান রয়েছে। দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তায় তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। করোনাকালে নিজ উদ্যোগে খাদ্য ও মাস্ক বিতরণ, অসুস্থ রোগীর পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি। সহকর্মীদের শ্রদ্ধা ও প্রশংসা: মাধপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের মাধবপুর প্রতিনিধি সাংবাদিক রোকন উদ্দিন লস্কর বলেন, রনি পেশাগত দায়িত্বে কখনো আপস করেননি। মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর জানান, “রনির সাহস আর নিষ্ঠা আজকের তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা। রাজনৈতিক চাপ, মামলা বা ভয়ভীতির মুখেও তিনি সত্যের পথ থেকে সরে যাননি।” দীর্ঘ অভিজ্ঞতা ও অনন্য উদাহরণ: দীর্ঘ সাংবাদিকতা জীবনে আলাউদ্দিন আল রনি মাধবপুরে সংবাদ জগতে এক বিরল উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর কলম শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং সমাজ পরিবর্তনের এক কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে। ১৯৯৩ সালের শেষের দিকে তিনি সাপ্তাহিক খোয়াই পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক দিনকাল, দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক হবিগঞ্জের মুখ, দৈনিক যায়যায় দিন, এবং দৈনিক আমার দেশ–এ ধারাবাহিকভাবে কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক যাত্রা: রাজনীতিতে আলাউদ্দিন আল রনির পথচলা শুরু ১৯৯০ সালে মাধবপুর ইউনিয়ন ছাত্রদল থেকে। ১৯৯৩ সালে তিনি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৬ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি, এবং ২০০১ সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এখন পর্যন্ত চারবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ২০০৩ সাল থেকে জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যা আজও বহাল রয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও রাজনীতিতে সক্রিয় আলাউদ্দিন আল রনি মাধবপুরের সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহস, সততা ও দায়বদ্ধতা তরুণ প্রজন্মের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মাধবপুরে দুই দশক ধরে কলম ও রাজনীতিতে সমান সাহসী আলাউদ্দিন আল রনি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন হবিগঞ্জের মাধবপুরের আলাউদ্দিন আল রনি। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন এই সাংবাদিক একাধিকবার হামলা, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তবুও কলম ছেড়ে দেননি তিনি। প্রতিটি প্রতিকূল সময়েই আরও দৃঢ় হয়েছেন নিজের পেশা ও আদর্শের প্রতি।

আলাউদ্দিন আল রনি মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি স্থানীয় একাধিক দৈনিকসহ জাতীয় দৈনিক যায়যায় দিন এবং দৈনিক আমার দেশ পত্রিকায় দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন ও দুর্নীতিবিরোধী লেখাগুলো বহুবার স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলের চোখে কাঁটার মতো হয়ে ওঠে।

 

মিথ্যা মামলা ও হয়রানির শিকার:

রনি জানান, আওয়ামী লীগের আমলে তাঁকে একাধিকবার রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। কখনো দলীয় কর্মীদের হামলার মুখে পড়েছেন, কখনো পুলিশি হয়রানির শিকার হয়েছেন।

তিনি বলেন, “সত্য লিখলে কেউ না কেউ রেগে যায়। কিন্তু আমি জানি—সত্য লেখা আমার পেশাগত দায়িত্ব।”

রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা:

সাংবাদিকতার পাশাপাশি আলাউদ্দিন আল রনি বর্তমানে মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি সৎ, স্পষ্টভাষী ও নির্ভীক নেতা হিসেবে পরিচিত।

এছাড়া সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান রয়েছে। দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তায় তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। করোনাকালে নিজ উদ্যোগে খাদ্য ও মাস্ক বিতরণ, অসুস্থ রোগীর পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি।

সহকর্মীদের শ্রদ্ধা ও প্রশংসা:

মাধপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের মাধবপুর প্রতিনিধি সাংবাদিক রোকন উদ্দিন লস্কর বলেন, রনি পেশাগত দায়িত্বে কখনো আপস করেননি।

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর জানান, “রনির সাহস আর নিষ্ঠা আজকের তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা। রাজনৈতিক চাপ, মামলা বা ভয়ভীতির মুখেও তিনি সত্যের পথ থেকে সরে যাননি।”

দীর্ঘ অভিজ্ঞতা ও অনন্য উদাহরণ:

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আলাউদ্দিন আল রনি মাধবপুরে সংবাদ জগতে এক বিরল উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর কলম শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং সমাজ পরিবর্তনের এক কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে।

১৯৯৩ সালের শেষের দিকে তিনি সাপ্তাহিক খোয়াই পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক দিনকাল, দৈনিক প্রতিদিনের বাণী, দৈনিক হবিগঞ্জের মুখ, দৈনিক যায়যায় দিন, এবং দৈনিক আমার দেশ–এ ধারাবাহিকভাবে কাজ করেছেন।

দীর্ঘ রাজনৈতিক যাত্রা:

রাজনীতিতে আলাউদ্দিন আল রনির পথচলা শুরু ১৯৯০ সালে মাধবপুর ইউনিয়ন ছাত্রদল থেকে। ১৯৯৩ সালে তিনি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৬ সালে উপজেলা ছাত্রদলের সভাপতি, এবং ২০০১ সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এখন পর্যন্ত চারবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি ২০০৩ সাল থেকে জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যা আজও বহাল রয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও রাজনীতিতে সক্রিয় আলাউদ্দিন আল রনি মাধবপুরের সমাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সাহস, সততা ও দায়বদ্ধতা তরুণ প্রজন্মের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণার উৎস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর