যমুনার সিরাজগঞ্জ পয়েন্টে একদিনে পানি বাড়ল ৬৪ সেমি: নিম্নাঞ্চলে প্লাবন-ভাঙনের শঙ্কা
কাগজ ডেক্স:
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। উজানের ঢলে মাত্র ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে ৬৪ সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে ৭৫ সেন্টিমিটার পানি বেড়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে পানি বিপদসীমার নিচে থাকলেও এই দ্রুত বৃদ্ধিতে নিম্নাঞ্চলের মানুষ উদ্বিগ্ন। কাজীপুর, চৌহালীসহ পাঁচ উপজেলার চরাঞ্চলের ফসলি জমি ও নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।
স্থানীয় কৃষক ও বাসিন্দারা বলছেন, পানি আরও বাড়লে পাকা ধান ও সবজির ক্ষতি হবে, সেই সাথে নদীভাঙনও শুরু হতে পারে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানিয়েছেন, তাঁরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং উজানে বৃষ্টি অব্যাহত থাকলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। সাধারণত অক্টোবরে পানি স্থিতিশীল থাকলেও এ বছরের এই প্রবণতা অস্বাভাবিক।








